• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নোয়াখালীতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নোয়াখালীতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন

  • সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে স্বামী-সন্তানদের বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে সুবর্ণচরের সচেতন জনতা এবং সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন।

আজ রবিবার সকালে সুবর্ণচর উপজেলার পরিষদের সামনে পৃথক দু’টি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন থেকে বক্তারা ওই নারীর উপর পৈচাশিক নির্যাতনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলকে গ্রেপ্তার, মানুষরুপী অমানুষদের সমাজ থেকে বিতাড়িত করা ও আসামীদের ফাঁসির জোর দাবী জানান।

প্রসঙ্গত, ভোট কেন্দ্রে বাকবিতন্ডার জের ধরে রবিবার দিবাগত রাত ১২টার দিকে ঘরের দরজা ভেঙে ভিকটিমের ঘরে ভিতরে প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসী সহেল, স্বপন, চৌধুরী, বেচ’সহ ১০জন। এসময় তারা ঘরে ভাঙচুর করে ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিনকে মারধর ও ৪সন্তানকে বেঁধে রেখে (ভিকটিম) কে উঠানে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে। পরে এই ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে ৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

গত ৩০ডিসেম্বর গভীর রাতে সুবর্ণচর উপজেলার চরজুবিলী মধ্য ব্যাগ্যা গ্রামে পুলিশ পরিচয়ে ঘরের ভেতরে ঢোকে স্বামী সিএনজি-চালিত অটোরিকশার ড্রাইভার সিরাজ উদ্দিনকে মারধর ও তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রেখে ঘরের বাইরে নিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে। ওই নারীর স্বামী ও সন্তানের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। পরে এই ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে ৯জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads