• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিরামপুরে নৌকার পোষ্টার ছেড়ার সময় জামায়াত নেতা আটক

বিরামপুর থানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বিরামপুরে নৌকার পোষ্টার ছেড়ার সময় জামায়াত নেতা আটক

  • বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

দিনাজপুর বিরামপুরে  নৌকা প্রতীকের পোষ্টার ছিড়ে ধানের র্শীষ প্রতীকের পোষ্টার লাগানোর সময় কোবাদ আলী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। গত শুক্রবার সকালে উপজেলার জোতবানি ইউনিয়নের কেটরা বাজার হতে তাকে আটক করে জনতা। আটক কোবাদ আলী জোতবানি ইউনিয়নের খয়ের বাড়ী গ্রামের কাসাব আলীর ছেলে এবং স্থানীয় ইউনিয়নের জামায়াতে  কোষাধ্যক্ষ পদে দায়িত্বে ছিলেন।

স্থানীয় কেটরা বাজারের ডাঃ গোলাম মোস্তফা জানান, সকাল আটটার দিকে কোবাদ আলীসহ আরো এক যুবক কেটরা বাজারে নৌকার পোষ্টার ছিড়ে সেখানে ধানের র্শীষ পোষ্টার লাগাচ্ছিল। এই সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে কোবাদকে আটক করে। কিন্তু তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

থানার এস আই আলাউদ্দীন জানান, নৌকার পোষ্টার ছিড়ে ধানের র্শীষের পোষ্টার লাগানোর সময় স্থানীয় জনতা কোবাদ হোসেনকে আটক করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে আসে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি নুরুজ্জামান জামায়াতের এই নেতাকে আটাকের ঘটনা সত্যতা স্বীকার বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে‘।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads