• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
লামায় ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন নিলেন তৈয়ব আলী

লামা (বান্দরবান) ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করছেন মো. তৈয়ব আলী

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

লামায় ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন নিলেন তৈয়ব আলী

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলা হতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাংবাদিক মো. তৈয়ব আলী। আজ শনিবার লামা বাজারের জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় বান্দরবানের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিনি এ মনোনয়ন সংগ্রহ করেন।

লামা উপজেলা পরিষদের আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন লামা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী।

লামা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আলী মিয়ার পরিবারের পক্ষ থেকে তৈয়ব আলী সবার কাছে দোয়া চেয়েছেন। তৈয়্ব আলী লামার গজালিয়া, সদর ইউনিয়ন, ফাঁসিয়াখালী, আজিজনগর, সরই, রুপসীপাড়া, ফাইতং ইউনিয়ন ও লামা পৌরসভায় আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেছেন।

এই পর্যন্ত লামা উপজেলা হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৩০ জন। উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৯ জন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads