• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে এক সপ্তাহে ৪ বাড়িতে ডাকাতি

প্রতীকী ছবি

সারা দেশ

রাত নামলেই ডাকাত আতঙ্ক

শ্রীপুরে এক সপ্তাহে ৪ বাড়িতে ডাকাতি

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

গাজীপুরের শ্রীপুরে চলছে ডাকাত আতঙ্ক। রাত নামলেই মানুষের মাঝে ডাকাতের ভয় বাসা বাধে। এক সপ্তাতের মধ্যেই দুই প্রবাসীসহ চার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দরজা ভেঙে ঘড়ে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু লুটে নিচ্ছে।  পুলিশ নিয়মিত টহল না দেওয়াতে এ ডাকাতি বেড়ে গেছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত (২১ জানুয়ারি) সোমবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের দুই প্রবাসী ও এক কৃষকের বাড়িতে দুধর্ষ  ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেন।

এলাকাবাসীরা জানান, বারতোপা গ্রামের সৌদি প্রবাসী রাসেল আহম্মেদের ও মরিসাস প্রবাসী রাজিব আহম্মেদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১৫-১৬ জনের এক দল ডাকাত দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে কলাপসিবল গেইটের তালা কেটে রাসেলের বাড়িতে প্রবেশ করে। পরে ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে।  এ সময় তার আরেক ভাই রাজিবের ঘরেও ঢুকে  নগদ দেড় লাখ টাকা ও স্বর্নালংকার-মোবাইলসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে। দুই ঘন্টা ধরে বাড়িতে তাণ্ডব চালায় ডাকাত দলেরা। একই দিনে পার্শ্ববর্তী কৃষক আবদুল করিমের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার স্ত্রী আলেয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে।  এ সময় ডাকাতদল  নগদ ১ লাখ ৩ হাজার টাকা ও স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় দুই লাখেরও বেশি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তারা জানান, গত পাঁচ দিন আগে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ফুলানিরসিট গ্রামের  ব্যবসায়ী শাকিল আহম্মেদের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে।  ১২-১৪  জনের একটি ডাকতদল  জিম্মি করে নগদ প্রায় ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইলসহ মোট ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সপ্তাহ হয়ে গেলেও কোনো ডাকাতকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রতিদিনই ডাকাত আতঙ্কে রাত পার করে স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা নামলেই ডাকাত ভয়ে থাকে নারী শিশুরা।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাত গ্রেফতারে পুলিশী অভিযান বাড়ানো হয়েছে। খুব দ্রুতই ডাকাতদের গ্রেফতার করা হবে। লুন্ঠিত মালামাল উদ্ধার করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads