• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
নাটোরে মৌসুমের প্রথম ঝড় ও শিলা বৃষ্টি, ঘর-বাড়ি সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নাটোরে মৌসুমের প্রথম ঝড় ও শিলা বৃষ্টি, ঘর-বাড়ি সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

মৌসুমের প্রথম ঝড় ও শিলা বৃষ্টিতে নাটোরের তিনটি উপজেলায় বোরো ধান, রবি শস্য সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ করে শুরু হয় ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি। হঠাৎ এই শিলা বৃষ্টিতে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বেগ পেতে হবে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষকরা।

এলাকাবাসীরা জানান, দশ থেকে পনের মিনিটের চলা এই শিলাবৃষ্টিতে আম, লিচু, পিঁয়াজ, কালাই, ভুট্টা, সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়ির টিনের ছাদে, রাস্তা-ঘাটে শিলা বৃষ্টি স্তুপ হয়ে পড়ে রয়েছে। এতে অনেকের বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে। বিশেষ করে নলডাঙ্গা, সিংড়া ও সদর এই তিন উপজেলার অধিকাংশ গ্রামে বেশী ক্ষতি হয়েছে। সকাল ১০ টা পর্যন্ত কোন কোন স্থানে গুড়ি গুড়ি শিল জমে থাকতে দেখা গেছে। বোরো ধানের পাতা নস্ট হয়ে যাওয়ায় সবচেয়ে ক্ষতির আশঙ্কা করছেন বোরো চাষীরা। মৌসুমের প্রথম ঝড় ও শিলা বৃষ্টিতে কৃষকের ফলস ক্ষতিগ্রস্থ হওয়ায় ঋণ পরিশোধ নিয়ে চিন্তিত রয়েছে ক্ষতিগ্রস্থ কৃষকরা। এদিকে, শিলা বৃষ্টির পর পরই ক্ষতির পরিমান নির্ণয়ের জন্য মাঠে কাজ করছে কৃষি বিভাগের কর্মকর্তারা।

তবে এখন পর্যন্ত কি পরিমান ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads