• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
ধর্মপাশায় উপজেলা পরিষদ নির্বাচনে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি

সংগৃহীত ছবি

সারা দেশ

ধর্মপাশায় উপজেলা পরিষদ নির্বাচনে কেউ প্রার্থীতা প্রত্যাহার করেনি

  • ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনে ধর্মপাশায় কোনো প্রার্থী মনোনয়ন ফমর প্রত্যাহার করেননি। গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণের জন্য ধর্মপাশায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ছয়জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে দুইজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এদের মধ্যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল হয়। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু কোনো প্রার্থীই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম।

ধর্মপাশায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শামীম আহমেদ মুরাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, মধ্যনগর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এএসএম ওয়াসিম, বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ফারুক আহমেদ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে যুব মহিলা লীগের আহ্বায়ক ইয়াসমিন আক্তার এবং শান্তা চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads