• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
চকরিয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি

সারা দেশ

চকরিয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০১৯

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ও গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন। এদের মধ্যে স্কুল পড়ুয়া ছাত্রসহ ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরের দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিম পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুস শুক্কুর (৫৫)। সে ডেমুশিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

আহতদের উপজেলার সরকারী-বেসরকারী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার জমিদার বাড়ির জৈনক আক্তার আহমদ চৌধুরীর সাথে নিহত ব্যক্তি আবদু শুক্কুরের জমির মালিকানা দাবী নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু'পক্ষের লোকজন আদালতে জমি বিরোধ নিয়ে মামলা দায়ের করেন। গতকাল ওই জায়গা দখলের ঘটনাকে কেন্দ্র করে  দু'পক্ষের লোকজন স্বশস্ত্র ভাবে দুপুরের দিকে সংঘর্ষে ও গোলাগুলির ঘটনায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলিতে আবদু শুক্কুর (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিষয়ে এ সংঘর্ষের বিরোধ। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ওসি আরো জানান, নিহত আবদু শুক্কুরের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads