• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে ৫ গরু পুড়ে ছাই

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পীরগঞ্জে ৫ গরু পুড়ে ছাই

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ মার্চ ২০১৯

রংপুর পীরগঞ্জের বড় আলমপুর গ্রামের আতোয়ার প্রধানের বাড়ীতে আগুনে লেগে সাতটি ঘর ও পাঁচটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মানুষ ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস চার ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আতিয়ার প্রধান জানান, তার ঘরে রাখা প্রায় ২ লাখ টাকা, ৫টি গরু, ৩টা ছাগল, আসবাবপত্র, হাঁস, মুরগী ও অন্যান্য জিনিষ পত্র কিছুই রক্ষা করতে পারেনি। সবই আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাঈদ মো. ইমরান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমরা আগুন লাগার পর ৯৯৯ থেকে ফোন পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৭নং আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান ও প্রকল্প  বাস্তবায়নকারী কর্মকর্তা মিজানুর রহমান। ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads