• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
গলাচিপায় ঢাকা আহ্ছানিয়া মিশন ম্যাক্স নিউট্টিওয়াশ প্রোগ্রাম অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গলাচিপায় ঢাকা আহ্ছানিয়া মিশন ম্যাক্স নিউট্টিওয়াশ প্রোগ্রাম অনুষ্ঠিত

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

পটুয়াখালীর গলাচিপায় "হেলদি ভিলেজ ঘোষনা করি, খর্বকায় শিশুমুক্ত গ্রাম গড়ি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ম্যাক্স নিউট্রিওয়াস প্রোগ্রাম প্রোজেক্ট লান্সিং ওয়ার্কশপ, আয়োজনে ঢাকা আহ্ছানিয়া মিশন ও অর্থায়নে ম্যাক্স ফাউন্ডেশন (এন এল) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে, মো. শফিকুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশন প্রজেক্ট ম্যানেজার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্ মো.রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার। মো. গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। নেদারল্যান্ডস্ এর আর্থিক সহায়তায় আহসানিয়া মিশন এর উদ্যোগে পটুয়াখালী জেলায় মোট ৪টি উপজেলা, পটুয়াখালী সদর উপজেলায় ১ টি কমলাপুর ইউনিয়নের পরিবার সংখা-৫৭৭২টি, উপকার ভোগী মোট-২৭৮৭৫ জন (নারী-১২৭৩২, পুরুষ-১৫১৪৩) , গলাচিপা উপজেলায় ৭টি আমখোলা, পানপট্টি, চিকনিকান্দি, ডাকুয়া, গজালিয়া, গলাচিপা সদর ও বকুলবাড়ীয়া ইউনিয়নের পরিবার- ২৮৪১১টি, উপকারভোগী মোট-১২৭২৪০ জন (নারী-৬১৬৭৮,পুরুষ-৬৫৫৬২), দশমিনা উপজেলায় ২টি আলীপুর ও বেতাগী ইউনিয়নের পরিবার-৭৯১৪টি, উপকারভোগী মোট-৩৬৬৭১ জন (নারী-১৮০৯২, পরুষ-১৮৫৭৯) ও রাঙ্গাবালী উপজেলায় ১টি চালিতাবুনিয়া ইউনিয়নের পরিবার-১৭৩৮টি, উপকারভোগী মোট-৮১৭৭ জন ( নারী-৩৯৭৫, পুরুষ-৪২০২) সহ মোট ১১ টি ইউনিয়ন এর অন্তর্গত। প্রকল্পের মেয়াদ ১ লা অক্টোবর ২০১৭ হইতে ৩১ ডিসেম্বর ২০২০ সন পর্যন্ত।

প্রকল্পের কাজ হল, প্রতিটি পরিবারে স্বাস্থ্যসম্মত অফসেট লেট্রিন, নিরাপদ পানি ব্যাবহার (ডঝচ), হাত ধোয়ার ডিভাইস ( মেক্সি বেসিন) নিশ্চিত, পরিবারে- গোসল খানা স্থাপন, মহিলা ও কিশোরী মেয়েদের নিয়মিত স্যানিটারী প্যাড ব্যবহার নিশ্চিত মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সহ), বসত বাড়ীতে সব্জি বাগান ( নিউট্রিশন প্লট) তৈরি, বাড়ীর আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন ও ময়লা ফেলার নির্দিষ্ট গর্ত নিশ্চিত করা, খর্বকায় শিশুমুক্ত পরিবার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আহসানিয়া মিশনের কর্মকর্তা- কর্মচারী, উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ গলাচিপা প্রেসক্লাব সভাপতি মো. খালিদ হোসেন মিল্টন ও বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads