• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পীরগঞ্জে ৯৯ পাউন্ড ওজনের কেক কাটলো উপজেলা প্রশাসন

সংগৃহীত ছবি

সারা দেশ

পীরগঞ্জে ৯৯ পাউন্ড ওজনের কেক কাটলো উপজেলা প্রশাসন

  • পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ রোববার  রংপুরের পীরগঞ্জে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপিত হয়েছে।  এ উপলক্ষে ৯৯ পাউন্ড ওজনের কেক কেটে জন্মদিন উদযাপন করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।  একই সঙ্গে উদযাপিত হয়েছে ‘জাতীয় শিশু দিবস’।

উপজেলা সদরে বিশাল র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন, কুইজ ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।  

উপজেলা অডিটরিয়াম হলে ইউএনও টিএমএ মমিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় কুমার মহন্ত, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, ওসি সরেস চন্দ্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডল, উপজেলা প্রকৌশলী মজিবর রহমান, আ’লীগ সাবেক উপজেলা সভাপতি রওশন আরা ওয়াহেদ প্রমুখ।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু দিবস উপলক্ষ্যে কেক কাটা ও নানান কর্মসুচী পালিত হয়।

উল্লেখ্য, তৎকালীন ফরিদপুর (বর্তমান গোপালগঞ্জ জেলা) জেলার টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads