• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
তুরাগ তীরে গুঁড়িয়ে দেওয়া হলো ৩৫টি দালান

মিরপুরের পালপাড়ায় গতকাল বিআইডব্লিউটিএ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

তুরাগ তীরে গুঁড়িয়ে দেওয়া হলো ৩৫টি দালান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

ঢাকায় তুরাগ নদের তীরে গড়ে ওঠা অবৈধ ৩৫টি দালানসহ দেড় শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল বুধবার বেলা ১১টার থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুর জহুরাবাদ হতে পালপাড়া পর্যন্ত নদীর উভয় তীরে এই অভিযান চালানো হয়।

অভিযানে একটি তিনতলা বাড়ি, ১১টি দোতলা বাড়ি, ২৩টি একতলা বাড়ি ভাঙা পড়ে বলে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন জানিয়েছেন। বাকি স্থাপনার মধ্যে রয়েছে আধাপাকা, সেমিপাকা বাড়ি ও টিনের ঘর।

অভিযানে দুই একর জমি দখলমুক্ত হয় বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তা আরিফ। তিনি বলেন, বৃহস্পতিবার (আজ) সকাল ৯টায় তুরাগ তীরে ফের অভিযানে নামবেন তারা।

গত মঙ্গলবার গাবতলী, আমিনবাজার সেতু হতে মিরপুর জহুরাবাদ পর্যন্ত নদীর উভয় তীরে অভিযান চালিয়ে ৩১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ।২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্য ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads