• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শিক্ষার্থীদের ফুট ওভার ব্রিজ নির্মানের দাবী

স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ফুট ওভার ব্রিজ নির্মানের দাবী জানায় শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

স্কুল ছাত্র নিহতের প্রতিবাদ

শিক্ষার্থীরা ফুট ওভার ব্রিজ নির্মানের দাবী

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ ২০১৯

নরসিংদীর বারৈচায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসষ্ট্যান্ড এ অবরোধ করে। এসময় সড়ক দূর্ঘটনা রোধে বারৈচা বাসষ্ট্যান্ডে স্পিড বেকার, গোলচত্তর ও ফুট ওভার ব্রিজ নির্মানের দাবী করেন শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বারৈচা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত রাব্বি (১৩) হোসেন নগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও বেলাবো হোসেন আলী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র ।

গত বৃহস্পতিবার বেলাবো হোসেন আলী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র রাব্বি সাইকেল নিয়ে বাড়ি থেকে তার বাবার দোকানে যাচ্ছিল। ওই সময় মহাসড়ক পারাপারের সময় ভৈরব থেকে ঢাকা গামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে তার সহপাঠি ও আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার সকালে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু শিক্ষার্থীরা দাবী আদায় না হওয়া পযর্ন্ত ঘরে ফিরবে না বলে জানায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা নিবার্হী কর্মকর্তা শামিমা শারমিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবী মেনে নেয়। দ্রুত সময়ের মধ্যে ফুট ওভারব্রিজ নির্মানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads