• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সাতক্ষীরায় পিয়াজভর্তি ট্রাকে ১৪০০ বোতল ফেন্সিডিল, আটক ২

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৯

সাতক্ষীরায় পিয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪০০ বোতল ফেনিসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া নামকস্থান থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ট্রাক ড্রাইভার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর পুত্র রেজাউল করিম বাবু ও হেলপার সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।

তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ভোমরা থেকে পিয়াজ ভর্তি একটি ট্রাক যার নং (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই ট্রাকে বিপুল পরিমান ফেনিসিডিল আছে। পরে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তালা উপজেলার ধলবাড়িয়া নামকস্থানে ট্রাকটিকে গতিরোধ করে তল্লাশী চালানো হয়। এ সময় ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে ১৪০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়া। এমনকি ট্রাকটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে তালা থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মেহেদী রাসেল জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads