• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা যুবক নিহত

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

সারা দেশ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা যুবক নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৯

কক্সবাজারে টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় তিন রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

শুক্রবার রাত দেড়টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকে হাবিরের ঘোনা পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে চারটি এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গারা হলেন : নয়াপাড়া মুচনী ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে নুর আলম(২৩), একই ক্যাম্পের এইচ ব্লকের মোঃ ইউনুসের ছেলে মোঃ জুবায়ের(২০) ও এইচ ব্লকের ইমান হোসেনের ছেলে হামিদ উল্লাহ(২০)।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হ্নীলা মোচনী শরনার্থী ক্যাম্পের এইচ ব্লকস্থ হাবিবের ঘোনা পাহাড়ের নিচে অস্ত্র মজুদের খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে পাহাড়ের জঙ্গল থেকে পুলিশ লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন, এসআই স্বপন, কনস্টেবল মেহেদী ও কনস্টেবল মং। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারটি এলজি, সাত রাউন্ড তাজা কার্তুজসহ তিন রোহিঙ্গা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, তাদের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল।

তাদের মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads