• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লা ইপিজেডে সুতার কারখানায় আগুন

কুমিল্লা ইপিজেডে সুতার কারখানায় আগুন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লা ইপিজেডে সুতার কারখানায় আগুন

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৯

কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিল নামের একটি সুতা কারখানায় আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক রতন কুমার নাথ।

তিনি বলেন, প্রথমে ঘটনাস্থলে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতার কারণে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ইপিজেড গেইটে সাংবাদিকদের জানিয়েছেন, কারখানার অ্যাক্রোলিক ডিভিশনে আগুন লাগার ঘটনা ঘটে, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কেউ আহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ইপিজেডের বাইরে উৎসুক হাজারো মানুষের ভিড় দেখা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads