• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
উল্লাপাড়ায় 'বন্দুকযুদ্ধ' নিহত ১

সিরাজগঞ্জ ম্যাপ

সারা দেশ

উল্লাপাড়ায় 'বন্দুকযুদ্ধ' নিহত ১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মোস্তফা কামাল (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া পুলিশ পাঁচজনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশের আরো দুই সদস্য আহত হয়েছে।

আজ শুক্রবার গভীর রাতে উপজেলার ঘোষগাঁতী সরকারি প্রাথমিক সংলগ্ন এলাকায় 'বন্দুকযুদ্ধে'র এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত মোস্তফা কামাল পৌর এলাকার কাওয়াক গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে।

পুলিশ বলছে, মোস্তফা কামাল ওই এলাকার একজন শীর্ষস্থানীয় মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। আটক পাঁচজনও মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ওসি দেওয়ান কউশিক আহম্মেদ জানান, ঘোষগাঁতী মহল্লায় একদল মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে– এমন তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ ঘোষগাঁতী পুকুরপাড়ে মাদক ব্যবসায়ীদের ঘিরে ফেলার চেষ্টা করলে ব্যবসায়ীরা গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads