• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জামালপুরে বাল্য বিয়ে বন্ধ করল প্রশাসন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জামালপুরে বাল্য বিয়ে বন্ধ করল প্রশাসন

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ মে ২০১৯

জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় এক বাল্যবিয়ে বন্ধ করলেন স্থানীয় প্রশাসন ও পৌর কাউন্সিলর।

জানা যায়, শহরের মৃধাপাড়া এলাকায় গতকাল শুক্রবার ২৮ বছর বয়সী এক যুবকের সঙ্গে ১৪ বছরের এক কিশোরীর বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। ঘটনাটি উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম জানার পর স্থানীয় প্রশাসন ও পৌর কাউন্সিলরকে জানান।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের নির্দেশে জামালপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজগর আলীর নেতৃত্বে একদল পুলিশ ও জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব সিংহ সাহার উপস্থিতিতে বাল্যবিয়েটি বন্ধ করা হয়।

মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না এই মুচলেকার শর্তে কোনোরূপ শাস্তি না দিয়ে বিয়েটি বন্ধ করা হয়। তাদের উপস্থিতিতেই বরপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads