• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ূয়া

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মে ২০১৯

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ূয়া। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও খাদ্যদ্রব্যের গুণগত মান রক্ষার্থে বুধবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার আইনে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি হোটেলকে ৪ হাজার ৫’শ টাকা নগদ জরিমানা করা হয় এবং সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং বিভিন্ন খাদ্যদ্রব্যের গুণগতমান রক্ষার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর আওতায় মিথিলা এন্টার প্রাইজ, হোটেল আল মদিনা হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট ও প্রিন্স হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন ব্যবস্থা প্রতিষ্ঠানকে সচেতনতামূলক বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ূয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads