• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
চাঁদপুরে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই, নিহত ১

ছবি :সংগৃহীত

সারা দেশ

চাঁদপুরে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই, নিহত ১

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মে ২০১৯

 মতলবের নারায়ণপুরের লক্ষীপুর গ্রামে মুন্সী বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘর থেকে মালামাল আনতে গিয়ে পুড়ে মারা যান মিলন বেগম (৫৫) নামের এক বৃদ্ধা। গত রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন বেগম ওই বাড়ির মোস্তফা মুন্সীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তে আগুন পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোস্তফা মুন্সী জানান, তার স্ত্রী ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যান। এছাড়া তার ২টি বসত ঘর, একটি রান্না ঘরসহ মোট ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও ওসি ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মিলন বেগমের লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads