• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চাঁদের কণা সরকারি চাকরি পাচ্ছেন

ছবি : সংগৃহীত

সারা দেশ

চাঁদের কণা সরকারি চাকরি পাচ্ছেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে ও চাকরির দাবিতে অনশনকারী সিরাজগঞ্জের প্রতিবন্ধী তরুণী মাহবুবা হক চাঁঁদের কণার জন্য চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গতকাল শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্নাতকোত্তরের পর অনেক চেষ্টা করেও চাকরি না পাওয়ায় এ তরুণী প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন গত বুধবার। সরকারি চাকরির আশ্বাস পেয়ে গতকাল অনশন ভেঙে বাড়ি ফিরে গেছেন চাঁদের কণা।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

এদিকে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগ সরকার সব প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছে। সরকার এই প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করেছে। চাঁদের কণা অনশন করেছেন। বিষয়টি সরকারের বিবেচনায় আছে। তার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক অবস্থা বিবেচনা করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় তার উপযুক্ত চাকরি খুঁজে চাকরির ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে অবগত আছেন।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিয়াড়া গ্রামের আবদুল কাদেরের মেয়ে মাহবুবা হক চাঁদের কণা। নয় মাস বয়সে পোলিও আক্রান্ত হওয়ায় তার দুটি পা অচল হয়ে যায়। বাবা-মায়ের চেষ্টায় দুই হাতে ভর করেই তিনি প্রয়োজনীয় কাজ চালিয়ে নেন।

রাজশাহীর মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক (সম্মান) পাস করেছেন এবং ঢাকার ইডেন কলেজ থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর করেছেন ২০১৩ সালে।

চাকরির আশ্বাসের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চাঁদের কণা তার ফেসবুকে লেখেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, যোগ্যতা অনুযায়ী সমাজসেবা অধিদপ্তরে চাকরির ব্যবস্থা করবেন। এজন্য আজ আমি অনশন ভেঙে বাড়ি ফিরে যাচ্ছি। তিনি বলেন, আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের, যারা আমাকে ইতোমধ্যে বাংলাদেশের প্রায় সব মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads