• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সিরাজগঞ্জে মা ছেলে হত্যা ঘটনায় আটক ৭

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সিরাজগঞ্জে মা ছেলে হত্যা ঘটনায় আটক ৭

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া মহেশপুর গ্রামের রাতের আঁধারে নিজ বাড়ীতে মা ও ছেলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। বালু মহাল ও মসজিদে নামাজ পড়া নিয়ে দ্বন্দের জেরে পুর্বপরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে আসামিদের বরাত দিয়ে আজ রোববার বেলা সাড়ে ১১টা দিকে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। এছাড়াও পুলিশ ঘটনার সাথে জড়িতদের মধ্যে ইতোমধ্যে ৭জনকে আটক করেছে।

আটকৃতরা হলো-উল্লাপাড়া উপজেলার পুর্ব মহেশপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৭০), একই গ্রামের আহসান উল্লাহর ছেলে রহমত উল্লাহ পান্না (৩৮), ফয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৭), দুলাল সরকারের ছেলে মনছুর আলী সরকার (২২), শাহজাহান প্রামাণিকের ছেলে হাফিজুল ইসলাম (৩৫), ওসমান হোসেনের ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও আজিজুল হকের ছেলে সাইদুর রহমান বাচ্চু (৩৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, হত্যাকান্ডের শিকার আলতাফ হোসেন মুকুলের সাথে মহেশপুর গ্রামের বালু মহাল ও মসজিদে নামাজ পড়া নিয়ে আটককৃতদের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলছিল। এ কারণে আসামিরা আলতাফকে হত্যার পরিকল্পনা করে। হত্যার দু-তিন দিন আগে আসামিরা বালু মহালে বসে হত্যাকান্ডের পরিকল্পনা করে এবং প্রত্যেকে তিন হাজার টাকা করে চাঁদা প্রদান করে। ঘটনার দিন ২৬ জুন বুধবার রাতে আলতাফের ভাগিনাসহ দুজন প্রথমে নিহত আলতাফের বাড়ীতে প্রবেশ করে। এরপর হত্যাকান্ডে অংশ নেয়া আরো ৭-৮জন প্রবেশ করে। প্রথমে আলতাফের ভাগিনা মুকুলকে চাপাতি দিয়ে ঘাড়ে কোপ দেয়। এরপর অন্যান্য আসামিরা আলতাফকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সম্পূর্ন ঘটনা আলতাফের মা রজিয়া বেগম দেখে ফেলায় তাকেও কুপিয়ে হত্যা করে। এমনকি মৃত্যু নিশ্চিত করার জন্য দুজনের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিক তথ্য সংগ্রহ করে হত্যাকান্ডের মাস্টার মাইন্ড আবুল কালাম আজাদসহ ৭ জনকে আটক করে। পরে আবুল কালাম হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে এ জবানবন্দি দিয়েছে।

তিনি আরো জানান, আটককৃত আসামিদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি চাপতি ২টি ছুরি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দাউদ, উল্লাপাড়া মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক, মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইলেক্টনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads