• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় ডাক্তারদের কর্মবিরতি : রোগীদের দুর্ভোগ চরমে

ডাক্তারদের হুমকির প্রতিবাদে কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালে ডাক্তারদের কর্ম বিরতি পালন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হুমকির প্রতিবাদ

কুমিল্লায় ডাক্তারদের কর্মবিরতি : রোগীদের দুর্ভোগ চরমে

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৯

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালে কর্মরত ডাক্তারদের হুমকির প্রতিবাদে ডাক্তারদের কর্ম বিরতি পালন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ডাক্তাররা কর্ম বিরতি পালন করেন। এসময় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।

ডাক্তারদের সূত্র জানায়, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে একটি পুকুর রয়েছে। দীর্ঘদিন যাবত হাসপাতাল কর্তৃপক্ষ ওই পুকুরে মাছ চাষ করে আসছে। সম্প্রতি একটি পক্ষ হাসপাতালের ওই পুকুরে মাছের রেনু ফেলে দখলের চেষ্টা করছে।

গত বুধবার ওই পক্ষ হাসপাতালে প্রবেশ করে ডাক্তারদের গালমন্দ ও হুমকি দেয়। হুমকির প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা থেকেই সকল ডাক্তাররা রোগী দেখা বন্ধ করে কর্মবিরতি শুরু করে। এসময় হাসপাতালে সেবা নিতে আসা শতাধিক রোগী দুর্ভোগের মধ্যে পড়ে। তবে ইমার্জেন্সি সেবা চালু ছিল। দুই ঘন্টা পর ডাক্তাররা উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দারের সাথে বৈঠক শেষে আড়াই ঘণ্টা পর রোগী দেখা শুরু করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্না দাস জানান, বহিরাগতদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সকাল থেকেই সকল ডাক্তার কর্মবিরতি পালন করে। পরে উপজেলা চেয়ারম্যান মহোদয় বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ডাক্তাররা কাজে ফিরে আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads