• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দুর্ঘটনারোধে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করলো সখীপুর উপজেলা ছাত্রলীগ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দুর্ঘটনারোধে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করলো সখীপুর উপজেলা ছাত্রলীগ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৯

সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন মোড়ে ঝোপঝাড় তৈরি হয়েছে। ফলে ওইসব মোড়ে দুর্ঘটনার ঝুঁকি দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। দুর্ঘটনারোধে সড়কের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করেছে সখীপুর উপজেলা ছাত্রলীগ।

শনিবার সকাল থেকে উপাজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের কয়েকটি মোড় ও দুর্ঘটনাপ্রবণ স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করে।

এ সময় ছাত্রলীগের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, অধ্যক্ষ রেনুবর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনও অংশ নেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফ জানান, সড়কের যেসব স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ওইসব জায়গার আশপাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার বলেন, ছাত্রলীগের এ উদ্যোগ প্রশংসনীয়। ছাত্র সংগঠনগুলো এ রকম ভালো কাজে অংশ নিলে তাদের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads