• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দুর্গাপুরে দুর্যোগ মোকাবেলায় মতবিনিময় সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুর্গাপুরে দুর্যোগ মোকাবেলায় মতবিনিময় সভা

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৯

নেত্রকোনার দুর্গাপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দুর্যোগ ঝুঁকি হ্রাস মোকাবেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে পৌর শহরের সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজ, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কল্যান সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ আবু আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান, অবঃ সেনা কল্যান সংস্থার উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহেদ, সদস্য মো. নুর হোসেন, সাংবাদিক ধ্রুব সরকার, স্কুল শিক্ষার্থী শারমীন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা কবলিত এলাকা। বন্যার সময় আমাদের ভয় না পেয়ে মনে সাহস রেখে মোকাবেলা করতে হবে। এলাকায় বড় ধরনের কোনো সমস্যা হলে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads