• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
নেত্রকোনার বেপরোয়া ট্রাক বন্ধে মানববন্ধন

সড়কে বেপরোয়া ট্রাক বন্ধসহ বিভিন্ন দাবীতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নেত্রকোনার বেপরোয়া ট্রাক বন্ধে মানববন্ধন

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৯

নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় নিহত মেধাবী শিক্ষার্থী রাকিব হত্যার বিচার, নিরাপদ সড়ক, সড়কে বেপরোয়া ট্রাক বন্ধসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪ টার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আয়োজনে বিরিশিরি ইউনিয়নের নোয়পাড়ার দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিক্ষোদ্ধ স্থানীয়রা গতকাল নোয়াপাড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত স্কুল ছাত্র রাকিব হত্যার বিচার দাবী করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভিং লাইসেন্স বিহীন চালক ও যানবাহন বিরিশিরি-শ্যামগঞ্জ রাস্তায় নিষিদ্ধ করতে হবে এবং সকাল ৮ঘটিকা হতে সন্ধ্যা ৬ঘটিকা পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। বাইপাস রাস্তা নির্মাণ করে সরকারী নিয়ম-নীতি মেনে বালু উত্তোলন করতে হবে।

এসময় বাংলাদেশ ছাত্রইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখা সম্পাদক মোরশেদ আলম,ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখা সভাপতি মোঃ শাহান আলী, উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি মোঃ মানুনুর রশীদ,কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি আলকাছ উদ্দিন মীর,সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার রুপকসহ অন্যরা ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads