• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

চৌদ্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চৌদ্দগ্রামে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৯

‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মশক নিধন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দিনব্যাপী কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে পৌরসভার উদ্যোগে চৌদ্দগ্রাম কাঁচা বাজারে উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা। পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মাহফুজ, পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা, কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, জিএম মির হোসেন মিরু, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, চৌদ্দগ্রাম সরকারী হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, সোনাকাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাবলু, ফালগুনকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, কাউন্সিলর আবদুল হালিম প্রমুখ।

আলোচনা শেষে চৌদ্দগ্রাম বাজারের অলিগলিতে মশার ঔষুধ চিটানোর মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads