• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সীতাকুণ্ড শীপব্রেকিং ইয়ার্ডে ফের শ্রমিকের মৃত্যু

নিহত শ্রমিক মোহাম্মদ ইউসুফ (৪৫)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সীতাকুণ্ড শীপব্রেকিং ইয়ার্ডে ফের শ্রমিকের মৃত্যু

  • সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নাজিয়া রি-রোলিং মিঃ দূর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ ইউসুফ (৪৫)। সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া এলাকার আবদুল জলিলের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কাজ করার সময় লোহার আঘাতে আহত হন ওই শ্রমিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওখানে রাতেই তার মৃত্যু হয়। উল্লেখ্য গত বুধবার বিকালে ম্যাক শীপব্রেকিং ইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণণে একসাথে ৩জনের মৃত্যু হয়।

সীতাকুণ্ড মডেল থানার ইন্সিপেক্টার (তদন্ত) মো. শামিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads