• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে সিএনজি স্টেশনে অবৈধ ভাবে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

শ্রীপুরে সিএনজি স্টেশনে অবৈধ ভাবে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শ্রীপুরে সিএনজি স্টেশনে অবৈধ ভাবে গ্যাস বিক্রির দায়ে জরিমানা

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৯

গাজীপুরের শ্রীপুরে অবৈধ ভাবে সিএনজি (কার্বহাইডেট ন্যাচারাল গ্যাস) বিক্রির দায়ে ক্যাপটেন’স সিএনজি ফিলিং স্টেশনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের রঙিলা বাজার এলাকায় উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাবে গ্যাস ক্রয়ের অপরাধে আল আমীন নামের এক গ্রাহককে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক শেখ শামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে অননুমোদিত অবৈধ ভাবে গ্যাস বিক্রির সত্যতা পেয়ে জরিমানা আদায় করি। এ অপরাধে ক্যাপটেন’স সিএনজি স্টেশনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান কোনো ছোট বড় মাঝারি আকারের শিল্প কারখানার কাছে অবৈধ ভাবে বিভিন্ন সিলিন্ডারে করে গ্যাস সরবরাহ (বিক্রি) করা সম্পুর্ন বেআইনি। অবৈধ ভাবে গ্যাস বিক্রয় ও ক্রয় করা অপরাধ। এ সময় গ্যাস কেনার অপরাধে এক ব্যক্তিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের এমন অভিযান নিয়মিতই চলবে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads