• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে জাতীয় শোক দিবস পালিত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কার্যক্রম শুরু হয় তার প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে । এরপর একটি শোক র‍্যালি শহর প্রদক্ষিণ করে। 

শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সভা কক্ষে  অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন শিকদার, ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর, প্রাণী সম্পদদ কর্মকর্তা ডা. মো. রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী সরকার মোঃ সাজ্জাদ কবীর, প্রকল্প কর্মকর্তা আহাম্মদ রেজা আল আল মামুন,বি.আর.ডি.বি চেয়ারম্যান,মোশারফ হোসেন জয় প্রমুখ।

আলোচনা সভা শেষে বেকার যুবকদের মাঝে চেক বিতরণ, শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অপর দিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. প্রবীর কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আরএমও ডা. নাজমুন নাহার ,ডা. দেবব্রত রায়, ডা. কুহুমূৎ সুদ্দি, ডাঃ নিপা চক্রবতি, ডা. উমাধর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, মো. শফিকুল ইসলাম, মো. সহিদূল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads