• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
'গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছে'

সংগৃহীত ছবি

সারা দেশ

'গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছে'

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৯

নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বলেছেন, জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছে। তাছাড়া সে সময় গোয়েন্দা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যারা দায়িত্ব পালন করছিলেন তারা প্রায় সবাই ছিলেন স্বাধীনতা বিরোধী শক্তির লোক। কাজেই আগামীতে এসব বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে আসবেন তাদের অবশ্যই স্বাধীনতা স্বপক্ষের লোক হতে হবে।

আজ বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারের সভপতিত্বে আরো বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরী, শাহরাস্তি পৌর সভার মেয়র আব্দুল লতিফ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মিন্টু।

এর আগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতশত শিক্ষার্থী ,শিক্ষক শোক র‍্যালি করে বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads