• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যমুনায় নিখোঁজ দুই ভাইয়ের এক জনের লাশ উদ্ধার

যমুনায় লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

যমুনায় নিখোঁজ দুই ভাইয়ের এক জনের লাশ উদ্ধার

  • তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৯

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে শুক্রবার ডুবে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ওমর আলী(১৫) নামে এক জনের মৃতদেহ শনিবার উদ্ধার করেছে।

নিখোঁজ অপর ভাই জাহিদ হাসানের সন্ধান শনিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।

দুই ভাই বগুড়ার উপ শহর এলাকার শাহিন স্কুলের ছাত্র।

শুক্রবার সকালে শহরের আটাপাড়া এলাকার হোমিও চিকিৎসক আতিকুর রহমানের দুই ছেলে নবম শ্রেনীর ছাত্র ওমর আলী ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র জাহিদ সহ ১২/১৪ জন যমুনা নদী দেখতে সারিয়াকান্দিতে বেড়াতে যায়। দুপুরে স্থানীয় কালিতলা গ্রোয়েন ঘাট থেকে নৌকায় তারা পাকুরিয়ার চরে যায়। সেখানে ফুটবল খেলার সময় ফুটবল পানিতে পড়ে যায়। ওই দুই ভাই তা পানি থেকে তুলতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা সেখানে তাদের সন্ধানে তল্লাশি চালায়। পরবর্তীতে রাজশাহী থেকে ডুবরী দলকে ডেকে পাঠান হয়। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, রাত পর্যন্ত তারা তল্লাশি চালিয়ে সকালে ডুবরী দল নিয়ে তারা আবার উদ্ধারকাজ শুরু করেন। বেলা ১১ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দুরে নদীর তলায় আটকে থাকা অবস্থায় স্কুল ছাত্র ওমর আলীর মৃতদেহ পাওয়া যায়। ওমর ও জাহিদের চাচা মাসুদ জানিয়েছেন, ঘটনার সময় ওই দু জনের পিতা আতিকুর রহমানও সেখানে ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নদীতে নিখোঁজ অপর স্কুল ছাত্রের সন্ধানে অভিযান চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads