• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শ্রীপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতির ওপর হামলা, আহত ৩

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ আগস্ট ২০১৯

গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরশহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো তিন নেতা কর্মীও হামলার শিকার হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

অন্য আহতরা হলেন- রাকিবুল হাসান, তন্ময় বণিক ও রাসেল শেখ। তারা সবাই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন।

এ ঘটনায় ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু বাদী হয়ে হামলাকারী ৮ জনের নামে মামলা দায়ের করেছেন।

খবর পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের চিকিৎসার খোঁজ খবর রাখেন তাঁরা।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই মাওনা চৌরাস্তায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্লাইওভারে নিচে এসে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেল স্টেশনের পাশে একটি চা স্টলে ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকুসহ কয়েক নেতা কর্মী চা পান করছিলেন। এ সময় আচমকা এক দল র্দুবৃত্ত তাঁদের ওপর হামলা করে। কিছু বুঝে উঠার আগেই হকিস্টিক, রড, বাঁশের লাঠি দিয়ে তাদের বেধড়ক পিটিয়ে আহত করে।পুলিশ আসছে এমন খবর পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জৈষ্ঠ্য নেতা জানান, ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকুসহ আহত নেতা কর্মীরা সাবেক এমপি অ্যাডভোকেট রহমত আলীর ছেলে আ.লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জামিল হাসান র্দূজয়ের অনুসারী। হামলাকারীরা বর্তমান এমপির অনুসারী হওয়ায় ভয়ে কেউ এগিয়ে আসেনি। এ সময় আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেও চিকিৎসা করাতে বাধা দেওয়া হয়। পরে আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

ঢাকায় চিকিৎসাধীন আহত ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু মুঠোফোনে জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই অর্তকিত হামলা চালায় তারা। তাদের সামলাতে চেষ্টা করেছি। আমাকেসহ আরো তিনজনকে বেধড়ক পেটায় তারা। আমাদের মুঠোফোনও ভেঙে ফেলে। তিনি জানান, হামলাকারীরা সবাই বর্তমান এমপির অনুসারী।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads