• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

‘মুক্তি কক্সবাজার’ এনজিওর ছয় প্রকল্প স্থগিত

রোহিঙ্গাদের জন্য অস্ত্র তৈরির অভিযোগ

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০১৯

রোহিঙ্গাদের জন্য ধারালো অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ ওঠায় মুক্তি কক্সবাজার নামে একটি এনজিওর ছয়টি প্রকল্প সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এনজিওবিষয়ক ব্যুরো। সম্প্রতি রোহিঙ্গাদের সমাবেশে তাদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। এরপর সংস্থাটি এ পদক্ষেপ নেয়।

এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম গতকাল বৃহস্পতিবার বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মুক্তির ছয়টি প্রকল্প সাময়িক স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এনজিও ব্যুরোর উপপরিচালক এবং রোহিঙ্গাবিষয়ক সেলের ফোকাল পয়েন্ট আবদুল্লাহ আল খায়রুম বলেন, রোহিঙ্গাদের নিয়ে মুক্তি কক্সবাজারের যে ছয়টি প্রকল্প চলছিল, সেগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। এনজিও ব্যুরোর অনুমোদিত যেসব সামগ্রী বিতরণ করার কথা, তা না মেনে তারা আইটেম তৈরি ও বিতরণ করছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

গত সপ্তাহে রোহিঙ্গা সংকটের দ্বিতীয় বছর পূর্তিতে আশ্রয় শিবিরে বিশাল সমাবেশ করে মিয়ানমারের নাগরিকরা। ওই সময়ে কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় একটি কামার দোকান থেকে লোহার তৈরি ধারালো প্রায় সাড়ে ছয়শ সরঞ্জাম জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্য তৈরি করা হচ্ছিল এসব ধারালো অস্ত্র। তবে মুক্তি কক্সবাজারের কর্মকর্তারা দাবি করেন, ওগুলো গৃহস্থালির কাজে ব্যবহারের নিড়ানি। সেগুলো রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য তৈরি করা হয়নি।

দুই বছর গড়ালেও এখনো আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমার ফেরাতে সফলতা না আসার পেছনে নানা ষড়যন্ত্রের কথা সরকারের কর্তাব্যক্তিরা বলে আসছেন। শিবিরে কর্মরত কিছু এনজিও রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করছে বলেও অভিযোগ তুলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক সালাম বলেছিলেন, তারা মাঠের তথ্যের অপেক্ষায় আছেন, তা পেলে পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads