• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে ভোক্তা অধিকারে অভিযোগকারী পেলেন দশ হাজার টাকা

প্রতীকী ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে ভোক্তা অধিকারে অভিযোগকারী পেলেন দশ হাজার টাকা

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোক্তা অধিকারে অভিযোগ করে প্রমাণের ভিত্তিতে দশ হাজার টাকা পেলেন অভিযোগকারী। বৃহস্পতিবার উপজেলার কাশিনগর বাজারের মেসার্স ঢাকা মেডিকেল হলে এ ঘটনা ঘটে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। তাকে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাবিবুর রহমান ও এসআই  হাফেজ খানের নেতৃত্বে  চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।

জানা গেছে, গত ১৮ আগস্ট আবু কাউছার নামের একজন ভোক্তা কাশিনগর বাজারের মেসার্স ঢাকা মেডিকেল হলের বিরুদ্ধে অভিযোগ করেন জনতা ফার্মাসিউটিক্যালের একটি ইনজেকশনের প্যাকেটে লেখা মূল্য ১৬৫ টাকা। কিন্তু দোকানী সেটি কলম দিয়ে কেটে ২২০ টাকায় বিক্রি করেন। তিনি পুরো বিষয়টি তার মুঠোফোনে ভিডিও করে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে ওই অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ফার্মেসির মালিক আব্দুল জলিল নিজেও স্বীকার করেন যে, তিনি বর্ধিত দামে এটি বিক্রি করছেন। যুক্তি হিসেবে তিনি বলেন, এটি বেশি দামে কেনা। অথচ বর্ধিত দামে কেনার স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় মেসার্স ঢাকা মেডিকেল হলকে ৪০ হাজার  টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী জনাব আবু কাউছার আইনের ৭৬(৪) ধারার বিধান বলে স্পটেই ওই জরিমানার ২৫% হিসাবে ১০,০০০ টাকা পান।

অন্যদিকে একই দিন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে মেসার্স বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার এবং একই অভিযোগে শফিক মিয়ার হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads