• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
 এদেশে কেউ গৃহহীন থাকবে না : রফিকুল ইসলাম

গৃহহীন দিনমজুর খলিলের ঘরের ফিতা কেটে উদ্বোধন কর‍ছেন চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শাহরাস্তিতে ঘর পেলো ২৬৪ গৃহহীন পরিবার

এদেশে কেউ গৃহহীন থাকবে না : রফিকুল ইসলাম

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ১নং সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বলেছেন, এদেশে কেউ গৃহহীণ থাকবে না। গৃহহীণ সব পরিবারক জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন তহবিল থেকে গৃহ প্রদান করছেন।

আজ শনিবার চিতোষী মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, চাঁদপুরের শাহরাস্তির চিতোষীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রহয়ণ প্রকল্প-২ ‘যার জমি আছে, ঘর নেই’ প্রকল্পের আওতায় গৃহহীণদের ঘর প্রদান করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পুর্ণ। শিগরিরই বিদ্যুৎ রপ্তানি করবে সরকার। বাংলাদেশের দ্রুত উন্নয়ন ও অগ্রগতি দেখে বিশ্ব বিস্মিত হচ্ছে।

তিনি বলেন, আজ আইএমএফও বলছে- দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ প্রথম স্থানে আছে। দেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ হয়েছে, আগামীতে সেটি আরও বাড়বে।

কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দরদী মনোভাবের কথা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশেল প্রতিটি মানুষের জন্যই বঙ্গবন্ধ কন্যা শেখ হাসিনা নিবেদিতপ্রাণ। তিনি জেগে আছেন বলে দেশের মানুষ আজ শান্তিতে ঘুমায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী লতিফ, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ,  উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরি, জাহাঙ্গির মো. আদেল, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ার‌্যান ফারুক দর্জি, ইউপি চেয়ারম্যান বাহাদুর প্রমূখ।

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি একই দিন বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads