• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
অটোরিকশার ‘ডান পাশ বন্ধ' কার্যক্রম উদ্বোধন

ফাইল ছবি

সারা দেশ

অটোরিকশার ‘ডান পাশ বন্ধ' কার্যক্রম উদ্বোধন

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০১৯

নেত্রকোনার র্দ্গুাপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ‘ডান পাশ বন্ধ' কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে দুর্গাপুর থানা চত্বরে পুলিশ প্রশাসন ও অটোরিকশা চালক সমিতির সমন্বিত উদ্যোগে এই কার্যক্রমের উদ্ধোধন ওসি মিজানুর রহমান।

ওসি মিজানুর রহমান জানায়, নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী স্যারের নির্দেশনা মোতাবেক সড়কে দুর্ঘটনা রোধে ব্যাটারি চালিত সকল অটোরিক্সার ডান পাশ বন্ধ করার কার্যক্রম আজ থেকে শুরু হল। এছাড়াও সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে অটোরিকশাগুলোতে নাম্বার বসিয়ে ও রং নিয়ে দুইটি ভাগ করা হবে। এর মাঝে একেক ভাগ একেকদিন চলবে। ফলে সড়কগুলোতে যেমন কমবে যানবহনের চাপ তেমনি করে সড়কে সৃষ্টি হবে না যানজটও । তাই কার্যক্রমটিও দ্রুত শুরু করা জন্য আমরা কাজ করছি।

এই সময় অন্যন্যা মাঝে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মীর মাহাবুব রহমান, পুলিশ উপ-পরিদর্শক হালিম তালুকদার, উপজেলা অটো, সিএনসি, মাহেন্দ্র শ্রমিক সমিতি সভাপতি, সিরাজুল ইসলাম, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, দুর্গাপুর-ঝানজাইল অটো চলাক সমিতি সভাপতি উসমান গনি, সহ- সম্পাদক বকুল মিয়া সহ প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads