• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সোনারগাঁয়ে ৩২ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবার ৩১ মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। পূজামণ্ডপের সংখ্যা এবার গতবারের থেকে একটি বেশি বলে জানা গেছে। পূজা উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের পক্ষ  থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার থেকে ৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। স্থানীয় কারিগর ছাড়াও বিভিন্ন স্থান থেকে কারিগররা এখানে এসে তৈরি করছেন মাটির প্রতিমা। প্রতিটি মণ্ডপের জন্য তৈরি করা হয়েছে দুর্গা, লহ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাঁস, সর্পসহ প্রায় ১১ রকমের প্রতিমা।

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এ বছর সোনারগাঁ উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৩১টি মণ্ডপে দুর্গাপূজা এবং ১টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।

এবারের পুজায় নৌকায় চড়ে মর্তে আসবেন মা দুর্গা আর ফিরে যাবেন ঘোড়ায় চড়ে।

সোনারগাঁয়ের মোগরাপাড়া, বৈদ্যেরবাজার, বারদী, বারদী চান্দের পারা, বারদী আশ্রম, ভট্টপুর, সাহাপুর, পানাম, সাহাপুর রঘুভাঙ্গা, আনন্দবাজার, কৃষ্ণপুরা, কাবিলগঞ্জ, কাঁচপুর, হামছাদী, পঞ্চমীঘাট, নয়াপুর সহ ৩১টি পুজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।

উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত জানান, পুজায় সর্বস্তরের মানুষের সমাগম ঘটবে। এটা যেমনি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। তেমনি এতে অন্যান্য ধর্মের বিপুল সংখ্যক মানুষ অংশ নেবে।তাই আমরা সবার কথা মাথায় রেখে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টিতে থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে তাদের নিজস্ব ১৫ জন স্বেচ্ছাসেবক থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads