• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র শিহাবের খোঁজ মেলেনি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র শিহাবের খোঁজ মেলেনি

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে নদীতে রোববার দুপুরে গোসল নেমে নিখোঁজ স্কুলছাত্র শাহরিয়ার হোসেন সিহাবের এখনো খোঁজ পাওয়া যায়নি।

রোববার দুপুরে গোসল করতে নেমে ৮ম শ্রেণীর ওই স্কুলছাত্র তার বন্ধুদের সামনেই ঘাটাখালি নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার লতিফপুর এলাকায়। আজ সোমবার বিকেল পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

নিখোঁজ হওয়া স্কুলছাত্র হলো, জামালপুর জেলার বাসিন্দা মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন সিহাব(১৪)। সে কালিয়াকৈর উপজেলার লতিফপুর সরকারী প্রাথমিক মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।

ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবার জানায়, শাহরিয়ার দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর এলাকার জালালউদ্দিনের বাসায় ভাড়া থেকে বসবাস করে আসছে। রোববার দুপুরে সে তার বন্ধু মেহেদী, সাব্বির, তামিম আসাদকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে তারা কয়েকজন মিলে লতিফপুর এলাকায় ঘাটাখালি নদীতে গোসল করতে নামে। এ সময় শাহরিয়ার তার বন্ধুদের সামনেই নদীতে ডুবে নিখোঁজ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধারের অনেক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার কাজ শুরু করে। এক পর্যায়ে  টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখান থেকে একদল ডুবুরি এসে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজ চালায়।

রোববার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিখোঁজের উদ্ধার কার্যক্রমে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে আসা একদল ডুবুরিদের সাথে নিয়ে রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ওই স্কুলছাত্রকে খোঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা ৭টার সময় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads