• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অবৈধ মৎস্য মার্কেট বন্ধের দাবীতে মানববন্ধন

পাইকগাছা পৌর এলাকায় নবনির্মিত অবৈধ মৎস্য মার্কেট বন্ধের দাবীতে ব্যবসায়িরা মানববন্ধন করে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

অবৈধ মৎস্য মার্কেট বন্ধের দাবীতে মানববন্ধন

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০১৯

পাইকগাছা পৌর এলাকায় নবনির্মিত অবৈধ মৎস্য মার্কেট বন্ধের দাবীতে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পুরাতন মৎস্য আড়ৎদারী মাকের্টের ব্যবসায়ীবৃন্দ।

আজ বুধবার সকাল ১১টার সময় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে মার্কেটের সামনে আধা ঘণ্টা মানববন্ধন করে।

এ সময় ব্যবসায়ীরা অবিলম্বে মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির বহিস্কৃত ব্যবসায়ী বজলু গাজী কর্তৃক অনুমোদনহীন ও অবৈধভাবে নির্মিত নতুন মৎস্য মার্কেটটি বন্ধের দাবী জানান।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ীরা স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার সরদার, সহ-সভাপতি বিল্লাল মোড়ল, সম্পাদক শাহীন ইকবাল, ব্যবসায়ী ও কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু ও সন্তোষ কুমার সরদারসহ মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads