• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জেলা প্রশাসনের জরুরী সভা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জেলা প্রশাসনের জরুরী সভা

সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

  • এস এম সামছুর রহমান, বাগেরহাট
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৯

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের দিকে ধেয়ে আসছে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে চার নম্বর হুশিয়ারী সংকেত জারি করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় আজ শুক্রবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাশসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় জেলার সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা সদরসহ প্রতিটি উপজেলায় একটি করে কন্টোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১০টি মেডিকেল টিম। রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও বেসরকারী উন্নয়ন সংস্থার কয়েক শত স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রবল ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সর্বত্বক প্রস্তুতি গ্রহন করেছে। ইতিমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্দর জেটি ও আউটার এ্যাংকরেজে অবস্থানরত ১২ জাহাজ নিরাপদে রয়েছে। ঘর্ণিঝড়ের সংকেত ৫ নম্বরে উঠলেই বন্দরের পনবোঝাই ও খালাসের বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads