• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

তাড়াশে প্রকাশ্যে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার বিভিন্ন হাটবাজারে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। প্রায়ই এমন চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ী ও স্থানীয় মানুষ। আজ রোববার উপজেলার তাড়াশ পৌরসভার হাটবাজারে ব্যবসায়ীদের কাছে হাতি দিয়ে চাঁদাবাজির করতে দেখা যায়।

তাড়াশ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, সকাল থেকেই বাজারের প্রতিটি দোকানে হাতি নিয়ে হানা দেন। দোকান প্রতি কমপক্ষে ২০টাকা করে চাঁদা আদায় করা হয়। হাতি নিয়ে দোকানের সামনে এসে দাঁড়ান, টাকা না দেওয়া পর্যন্ত সেখান থেকে হাতি সরানো হচ্ছে না।

তাড়াশ বাজারের ব্যবসায়ী আইয়ুব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝে মাঝেই হাতি নিয়ে এসে চাঁদা আদায় করা হয়। বিষয়টি দেখার কেউ নেই।

হাতি পরিচালনাকারী একজন (মাহুত) বলেন, হাতি নিয়ে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা নেওয়া হয়। তবে টাকা নেওয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয় তাই নেওয়া হয়।

তাড়াশ  উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) মো:ওবায়দুল্লা বলেন, এভাবে বন্য পশু দিয়ে টাকা আদায়ের কোন নিয়ম নেই তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads