• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রাবি শিক্ষার্থী এ্যানিকে বাঁচতে প্রয়োজন ১২ লাখ টাকা

ছবি : সংগ‍ৃহীত

সারা দেশ

রাবি শিক্ষার্থী এ্যানিকে বাঁচতে প্রয়োজন ১২ লাখ টাকা

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইসরাত জাহান এ্যানি। দুইটি কিডনী নষ্ট হওয়ায় বর্তমানে ঢাকার শ্যামলী সিকেডি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে অনেক টাকা ব্যয় করেছেন। তবে উন্নত চিকিৎসার জন্য আরো ১০ থেকে ১২ লক্ষাধিক টাকার প্রয়োজন।

তার সহপাঠি থেকে জানা গেছে, পরিবার সম্বলহীন। দীর্ঘ ৫ বছর যাবৎ অসুস্থতার সাথে জীবন যুদ্ধে পার করছেন। তার বাবার মৃত্যু হয়েছে অনেক আগেই। তবু এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও এত দূর পথচলা। কিন্তু অর্থাভাবে থমকে যেতে বসেছে তার জীবন। ফলে স্বাভাবিক জীবনে ফিরতে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১২ লাখ টাকা।

সহপাঠীরা আরও জানান, তাকে দেখে কখনইও মনে হয়নি সে এরকম কিডনীজনিত জটিল রোগে আক্রান্ত। কাউকে কখনো বুঝতেও দেয়নি। আমরা চাই সুস্থ হয়ে ফের ফিরে আসুক। তাকে বাঁচাতে চারুকলা অনুষদের শিক্ষার্থীরাও বিভিন্নভাবে অর্থ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

এ বিষয়ে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুশান্ত কুমার অধীকারী বলেন, এ্যানির উন্নত চিকিৎসার জন্য ১০ থেকে ১২ লক্ষাধিক টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এই ব্যয় বহন কর সম্ভব নয়। এমতাবস্থায় এ্যানিকে বাঁচাতে সকলের কাছে আর্থিক সাহায্যে আবেদন জানাচ্ছি।

চারুকলার এই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট নং-১৩৫১৫১০৩৪২২০১, রকেট-০১৭৬০-১০৬৩৪০৮, বিকাশ-০১৭৬০-১০৬৩৪০ এর মাধ্যমে টাকা পাঠানো যাবে। সার্বিক যোগাযোগের ফোন নম্বর-০১৭৬১০৯৯৫৯৭ (সুমন আচার্য)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads