• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নরসিংদীর চরাঞ্চলে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নরসিংদীর চরাঞ্চলে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে উদ্ধারকৃত ৫ শতাধিক টেটাঁ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নরসিংদীর চরাঞ্চলে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

# আটক ১৩ # ৫ শতাধিক টেটাঁ উদ্ধার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৯

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে ও বাকীদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম,পিপিএম)।

আহতরা হলো, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামের শাজাহান কাজী (৪৫), তার ছেলে মামুন (৮), আবদুল কাদের জিলানীর ছেলে আবু কাউছার (৩৪), কাজী গণির ছেলে কাজী রবিন (৪৫), সফর আলীর ছেলে দুলাল (৫৫), আজমল মেম্বারের ছেলে আনোয়ার (৩০), নীল মিয়ার ছেলে কাজী অহিদুল্লাহ (৩৫), আবদুল মোতালিবের ছেলে সিফর আলী (১৮), রহিম হাজীর ছেলে অহর উদ্দিন (৪০) ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, সোমবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কামাল মেম্বারের লোকজন সকালে ঘুমন্ত মানুষের উপর টেটাঁসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে টেটাঁবিদ্ধ হয়ে ১০ জন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে গুরুতর আহত শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজী নামে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পুরো এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ৫ শতাধিক টেটাঁ উদ্ধার করা হয়। পরে পুলিশ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

তিনি আরো বলেন, এক সময় এই টেঁটা দিয়ে মাছ ধরা হতো। এখন মানুষ হত্যা করা হয়। টেঁটা যুদ্ধা বা টেঁটা দিয়ে মানুষকে আঘাত করার দৃশ্যটা কতটা অমানবিক তা প্রতক্ষ্য না করলে বোঝার কোন উপায় নেই। আমরা আধুনিক যুগে বসবাস করছি। আমারদের চরাঞ্চলে শিক্ষার হার বেড়েছে। অর্থনৈতিক মুক্তি হয়েছে। এখন থেকে নরসিংদীতে টেঁটা প্রদর্শন বা হাতে দেখলেই গ্রেপ্তার করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads