• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নিহতের লাশ তিন দিন পর ফেরত দিল বিএসএফ

সংগৃহীত ছবি

সারা দেশ

নিহতের লাশ তিন দিন পর ফেরত দিল বিএসএফ

  • পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০২০

ভারতীয় সীমান্তে নিহত বাংলাদেশি যুবক আবু সাঈদ (২২)- এর লাশ তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬ টায় ভারতীয় চ্যাংরাবান্দা ও বাংলাদেশি বুড়িমারী ইমিগ্রেশন গেট দিয়ে ফেরত দেওয়া হয়। ভারতীয় মেকলিগঞ্জ থানার ওসি রাজেশ কুমার বাংলাদেশি পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তের নিকট লাশ হস্তান্তর করে।

এ সময় ভারতীয় বিএস বাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ সি রাজ কুমার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাদ উপস্থিত ছিলেন।

গত শনিবার (১১ জানুয়ারি) রাত ১ টার দিকে সীমান্তের ৮৩৬ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু আনার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আবু সাঈদ। তার বাড়ী উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামে। পিতার নাম বেনজির আলী।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ‘লাশ গ্রহণের পর তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads