• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, চোরাকারবারি, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও  গুজবে কান না দেয়া ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য গণসচেতনতা মূলক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

কলমাকান্দা থানা পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলার দুর্গাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।

আজ রোববার (২৬ জানুয়ারী) বিকাল ৩ টায় কলমাকান্দা থানার মুক্ত মঞ্চে  অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিমের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এস,আই) আব্দুস ছালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওপেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন, একেএম হাদিছুজ্জামান হাদিছ, মো. ওবায়দুল হক, আব্দুল কুদ্দুছ বাবুল, কৃযক নেতা মো. আবুল কালাম আজাদ, কলমাকান্দা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস, ব্যাংকার মো. মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম মোস্তফা,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads