• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
মাদকাসক্ত বাবার ছুরিকাঘাতে কাটল শিশু সন্তানের গলা

আটক রাজু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মাদকাসক্ত বাবার ছুরিকাঘাতে কাটল শিশু সন্তানের গলা

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২০

গাজীপুরের শ্রীপুরে কাউসার ইসলাম নামের দুই বছরের শিশু পুত্রকে ছুরিকাঘাতে গলা কেটে দিয়েছে এক মাদকাসক্ত বাবা। পরে মুমূর্ষূ অবস্থায় শিশুটকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসা চলছে গলা কাটা শিশুটির।

ঘাতক বাবার নাম রাজু আহম্মেদ (৩০)। তার বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামে। সে ওই গ্রামের আবু হানিফের ছেলে। এ ঘটনায় পুলিশ বাবা রাজুকে আটক করেছে। গতকাল সন্ধ্যায় মাওনা ইউনিয়নের বারোতোপা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, রাজমিস্ত্রী রাজু ও তার স্ত্রী কামরুন নাহার মুড়ি বিক্রেতা মহর আলীর বাড়িতে ভাড়া থাকত। রাজু রাজমিস্ত্রির কাজ আর স্ত্রী কামরুন নাহার স্থানীয় খান টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় চাকরি করে। তারা জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। রাজু মাদকাসক্ত বলেও এলাকায় পরিচিত।

শিশুর মামা সাইদুর জানান, অনেক রক্তক্ষরন হয়েছে তার (শিশুটির)। এখনো ডাক্তার চিকিৎসা চালাচ্ছেন।

শ্রীপুর মডেল থানার ওসি লিয়াকত আলী জানান, ঘাতক বাবা রাজুকে আটক করা হয়েছে। গলাকাটা শিশুটিকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গেছে। তিনি বলেন বাবা রাজু মাদকাসক্ত। টাকার জন্যই এ কাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads