• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঘুষ না পেয়ে হাসপাতাল সিলগালা করার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নোয়াখালী সিভিল সার্জনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঘুষ না পেয়ে হাসপাতাল সিলগালা করার অভিযোগ

  • নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি ২০২০

নোয়াখালীর সেনবাগে ৬টি প্রাইভেট হাসপাতাল সিলগালা করায় নোয়াখালী সিভিল সার্জেন ডাঃ মমিনুর রহমানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে মনোয়ারা প্রাইভেট জেনারেল হাসপাতাল এন্ড ডক্টর পেয়েন্টে ইউনিট -২ স্বত্ত্বাধিকারী একেএম ইমাম শাহরিয়া।

গতকাল বুধবার রাত ৯টার সময় বন্ধ হওয়া হাসপাতালের সামনে ওই সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন সিভিল সার্জন তার প্রতিনিধি খায়রুল আনাম সবুজের মাধ্যমে ১২লাখ টাকার ঘুষ না পেয়ে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সিভিল সার্জন তার মনোয়ারা জেনারেল হাসপাতাল ও ডক্টর পয়েন্টে এসে তিনি কোন কাগজপত্র না দেখেই স্টার্ফ ও নার্সদের ধাক্কা দিয়ে বের করে দেন এবং নারী স্টাফদের শ্লীলতাহানি করে। এসময় হাসপাতলে দারোয়ান রিয়াদকে রুমের ভিতরে রেখেই বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে হাসপাতালটি সিলগালা করে দেন।

সাংবাদিক সম্মেলনে আরো অভিযোগ করা হয় একইদিন বুধবার দুপুরে উদ্বোধন হওয়ার ৩০ মিনিটের মধ্যে ছমির মুন্সিরহাট আলিফ জেনারেল হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয় দেন। এতে ওই হাসপাতালের মালিকের পিতা হার্টঅ্যাটাক করে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো অভিযোগ করে কোন রকম নোটিশ ছাড়াই সিভিল সার্জন সেনবাগ পৌর শহরের মায়া প্রাইভেট হাসপাতাল, নিউ লাইফ স্কায়ার হাসপাতাল সিলগালা করা হয় এবং নিউ সেনবাগ প্রাইভেট হাসপাতালের ভর্তিকৃত তিনজন রোগীকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থান্তারত করে নিউ সেনবাগ প্রাইভেট হাসপাতাল ও সেনবাগ গ্রামীন হাসপাতাল বন্ধ ঘোষণা করেন।

এব্যাপারে যোগাযোগ করলে নোয়াখালী সির্ভিল সার্জন ডাঃ মমিনুর রহমান জানান, সিলগাল ও বন্ধ ঘোষণা করা হাসপাতাল ও ক্লিনিকগুলোর কোন বৈধ কাজপত্র ছিলনা। কাগজপত্র বিহীন কোন হাসপাতাল চলতে দেওয়া হবেনা। ঘুষের টাকার ব্যাপারে তিনি অবান্তর অভিযোগ বলে অস্বীকার করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মতিউর রহমান সহ সেনবাগ থানার বিপুল সংখ্যা পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads