• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের মামলা প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ

মাদারীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শাজাহান খানের বিরুদ্ধে ইলিয়াস কাঞ্চনের মামলা প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০২০

সাবেক নৌপরিবহনমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শ্রমিক নেতা শাজাহান এমপির বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানি মামলা করার প্রতিবাদে মাদারীপুর, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় সড়ক অবরোধ বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার ঢাকা-বরিশাল মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ ও ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রতিনিধিদের পাঠানো খবর—

মাদারীপুর : মাদারীপুরে আধাবেলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানি মামলা করার প্রতিবাদে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন স্থানে জড়ো হয়েএ ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ সময় সড়কগুলোতে চলাচল বন্ধ হয়ে যান। পূর্বঘোষণা ছাড়াই মাদারীপুরের শ্রমিকরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ। এদিকে মামলা প্রত্যাহার দাবিতে সকালে শিবচরের কাঁঠালবাড়িঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাজৈরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ডাবলু বেপারী, ফারুক হোসেন, খোকন খাঁ প্রমুখ।

আমতলী (বরগুনা) : সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির বিরুদ্ধে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে সারাদেশের ন্যায় আমতলীতে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে এ কে স্কুল সংলগ্ন ট্রাক শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী- আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের আমতলী চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করা হয়। সভায় বক্তব্য দেন শ্রমিক  নেতা আবদুল জব্বার, ইউসুফ হাওলাদার, জামাল মোল্লা প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে শাজাহান খান এপির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বরোড মোড়ে সকাল সাড়ে ১০টায় জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সভায় বক্তারা ইলিয়াস কাঞ্চনকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি গোলাম আজম সারওয়ার, সহ-সভাপতি হুমায়ূন কবীর, সহ-সম্পাদক হুমায়ূন কবীর, যুগ্ম সম্পাদক সাহাবুল ইসলাম, সড়ক সম্পাদক তসিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোমিন আলী, নির্বাহী কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

কালকিনি (মাদারীপুর) : সাবেক মন্ত্রী ও মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা পুড়িয়ে দেন তারা। সকাল ৯টায় এ কর্মসূচিতে শ্রমিকরা বলেন, শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠিন থেকে কঠিন তম কর্মসূচি দেওয়া হবে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নওগাঁ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনের বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। শহরের টিঅ্যান্ডটি গেট থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন মিলন হোসেন, ইসরাইল আলী, আব্দুল গফুর দেওয়ান, ফিরোজ আহম্মেদ কাজল, মামুনুর রশিদ মামুন, দিপু প্রামাণিক, আছির উদ্দীন, সবুজ হোসেন প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : ইলিয়াছ কাঞ্চনের দায়ের করা শাজাহান খান এমপির বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানি মামলার করার প্রতিবাদে সকালে ঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রমিকরা। এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ইলিয়াছ কাঞ্চনের ছবিতে জুতা মারা হয়। এতে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads