• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
কনে ছাড়াই ফিরে গেল বর

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কনে ছাড়াই ফিরে গেল বর

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ে করতে এসে কনে ছাড়াই ফিরে গেল বর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়‍ুয়ার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণি’র ছাত্রী। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গীরপাড়-নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বরপক্ষ এবং মেহমানদের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হলো স্থানীয় দুটি এতিমখানায়।

জানা যায়, ওই ছাত্রী স্থানীয় ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়রত। বাল্য বিবাহের খবর পেয়ে বর যাত্রী আসার আগেই বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান ইউএনও বৈশাখী বড়ুয়া। কালক্ষেপণ করে প্রায় ১ ঘন্টা পর কাগজপত্র না দিয়ে সম্প্রতি নেয়া নতুন একটি জন্মনিবন্ধন দেখান ছাত্রীর আত্মীয়-স্বজনেরা।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে বাল্য বিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং মেহমানদের জন্য রান্নাকৃত খাবার স্থানীয় লাওকরা হযরত আমানত শাহ ও শাহেনশাহ (রহ:) হাফিজিয়া মাদরাসায় বিতরণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ছাত্রীর বাবা দোষ স্বীকার করে এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার অঙ্গীকার করে মুচলেকা দেন এবং মেয়েটির পরিবার ও আত্মীয়-স্বজনসহ উপস্থিত লোকজনকে বাল্যবিবাহের কুফল ও বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে অবহিত করেন তিনি।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, থানা উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads