• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পাবনার সাঁথিয়ায় ৫ দিন ব্যাপী বই মেলা শুরু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পাবনার সাঁথিয়ায় ৫ দিন ব্যাপী বই মেলা শুরু

  • রফিকুল ইসলাম সান, সাঁথিয়‍া (পাবনা)
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর কলেজ মাঠে শুরু হলো পাঁচদিনব্যাপী বইমেলা। এ মেলায় ডোপ টেষ্টে নির্বাচিত হওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি আমরাফুজ্জামান টুটুল ও মিজানুর রহমান উকিলের সঞ্চালনায় যুবলীগের স্টল নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে যুবলীগের এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়ে স্টল উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপির পুত্র আসিফ শামস রঞ্জন। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণরত সকল স্টল পরিদর্শন করেন নেতৃবৃন্দ ও অতিথিরা।

প্রতিদিন বইমেলা এবং পুস্তক প্রদর্শনী চলবে সকাল ১১টা হতে রাত ১০টা পর্যন্ত। এবারের মেলায় ৩০টি বই এর স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে আলোচনা সভা, নাটক,কাবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads